Homeবাংলাদেশ‘নারী রাজনীতিকদের জন্য হয়রানিমুক্ত ডিজিটাল পরিবেশ গড়ে তোলা সময়ের দাবি’

‘নারী রাজনীতিকদের জন্য হয়রানিমুক্ত ডিজিটাল পরিবেশ গড়ে তোলা সময়ের দাবি’

Published on

Latest articles

বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, দল পেতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান 

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থাকছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দল পাওয়া ও...

বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, দল পেতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান 

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থাকছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দল পাওয়া ও...

‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ নারীরা কেবল পরিবর্তন আনছেন না, তারা পরিবর্তনের অগ্রভাগে রয়েছেন। তাদের অনলাইন উপস্থিতি একদিকে যেমন- তাদের শক্তির প্রতীক, তেমনি অন্যদিকে কিছু অসাধু গোষ্ঠীর লক্ষ্যবস্তুতেও পরিণত হয়। এ কারণে সব তরুণ নেত্রীর জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও হয়রানিমুক্ত ডিজিটাল পরিবেশ গড়ে তোলাই এখন সময়ের দাবি।’

আজ মঙ্গলবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে ‘এমপাওয়ারিং ইয়াং পলিটিক্যাল উইমেন ফর আ সেফার ডিজিটাল স্পেস’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। 

কর্মশালাটি আয়োজন করে ‘লাল সবুজ সোসাইটি’। সহযোগী প্রতিষ্ঠান ছিল ‘ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটিজ’। দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের প্রায় ৩০ জন নারী নেত্রী অংশ নেন।

প্রশিক্ষণ পরিচালনা করেন অ্যাকটিভেট রাইটসের সহপ্রতিষ্ঠাতা শোয়েব আব্দুল্লাহ এবং গবেষণা ও নীতিনির্ধারণ প্রধান মিনহাজ আমান। তারা অনলাইন হুমকি চিহ্নিত করার পদ্ধতি, ডিজিটাল টুলস ও প্ল্যাটফর্ম ব্যবহারের নিরাপদ উপায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারস্পরিক সহযোগিতামূলক সহায়তা নেটওয়ার্ক গঠনের গুরুত্বের ওপর আলোচনা করেন।

লাল সবুজ সোসাইটি জানিয়েছে, এই কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারী তরুণ রাজনৈতিক নারীরা কেবল অনলাইন নিরাপত্তা বিষয়ে জ্ঞানই অর্জন করেননি, বরং ভবিষ্যতে তাদের মধ্যে একটি শক্তিশালী পিয়ার সাপোর্ট নেটওয়ার্ক গঠন করা হবে। এই নেটওয়ার্কের মাধ্যমে তারা নিয়মিতভাবে পারস্পরিক সহায়তা ও জ্ঞান বিনিময় করতে পারবেন, যা রাজনৈতিক অঙ্গনে তাদের সম্মিলিত ডিজিটাল নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে।

‘অ্যাকশন প্ল্যান ও সমাপনী প্রতিফলন’ পর্বের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়। এই পর্বে অংশগ্রহণকারীরা নিজ নিজ রাজনৈতিক কর্মকাণ্ডে নিরাপদ, সচেতন এবং দায়িত্বশীল ডিজিটাল চর্চার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

More like this

বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, দল পেতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান 

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থাকছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দল পাওয়া ও...

বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, দল পেতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান 

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থাকছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দল পাওয়া ও...

জুলাই সনদের ঘাটতি ও সুস্থ রাজনীতি প্রতিষ্ঠায় ছোট দলগুলোর করণীয়

একটি সমস্যার সমাধান খুঁজতে গিয়ে প্রায়ই এমন হয় যে সোজা পথটি চোখে পড়ে না।...